১০৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৪৮টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ৪৪৮টি বিদ্যালয়ে প্রজেক্টর বিতরণ করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাশরম্নম আছে ২৮৫ টি ; আইসিটি প্রশিক্ষিত শিক্ষক ৮২৯ জন। আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম চলমান। ৭টি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় ল্যাপটপ বিতরণ করা হয়নি। এ দপ্তরে ২৬৯ টি ল্যাপটপ সংরক্ষিত আছে।
২০০৯-২০১৭ পর্যমত্ম ৮৮৭ টি বিদ্যালয়ে ১০৩,৮০,৯৬,৮৯১ টাকা বিতরণ করা হয়েছে।
সকাল শিক্ষকগনের ওয়েব ডাটা বেইজড সম্পন্ন হয়েছে।
সকল প্রতিষ্ঠানের ওয়েব ডাটাবেইজড (প্রাথমিক বিদ্যালয় ই- ব্যবস্থাপনা) তথ্য সম্পন্ন হয়েছে এবং আপডেট করা হচ্ছে।
সকল প্রতিষ্ঠানের ভৌত ও অবকাঠামোগত সকল তথ্য ওয়েববেইজড ডাটা (E-Primary School System) সম্পন্ন করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ওয়েববেইজড ভিত্তিক ইনোভেশন সাইট (আপনার উদ্ভাবন আমরা করব বাসত্মবায়ন) ব্যানারে খোলা হয়েছে।
শিক্ষক নিয়োগ শতভাগ অনলাইনে সম্পন্ন করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সকল কার্যক্রম নির্ধারিত সফটওয়ার এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
সকল কর্মকর্তা/কর্মচারীগণের ওয়েব ডাটাবেইজড তথ্য সম্পন্ন হয়েছে।
প্রাথমিক শিক্ষার সকল আর্থিক হিসাবাদি ওয়েববেইজড (DPE Accounting System ) এর মাধ্যমে করা হয়েছে। সকল বিল স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে।
৩য় হতে ৫ম শ্রেণির ১,০৭,৭৬৫ জন ছাত্রছাত্রীর মাঝে স্থানীয়, ব্যক্তি, এনজিও, প্রশাসনের উদ্যোগে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ওয়েববেইজড Primary Education Property Management System চালু করা হয়েছে।
পরিদর্শনকারী কর্মকর্তা কর্তৃক নির্ধারিত এ্যাপস (E-monitoring School System) ব্যবহার করে সকল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে।